
দীর্ঘ প্রবাস জীবন ও রাজনৈতিক পটপরিবর্তনের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের লড়াইয়ে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন) রাজধানী ঢাকা এবং তাঁর পৈতৃক এলাকা বগুড়ার দুটি গুরুত্বপূর্ণ আসন থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
ঢাকা-১৭: রাজধানীর অভিজাত আসনে অভিষেক রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা নিয়ে গঠিত মর্যাদাপূর্ণ ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা। সোমবার দুপুরে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তারেক রহমানের পক্ষে সেখানে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম।
উল্লেখ্য, গত শনিবার তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় তিনি লন্ডনে চিকিৎসাধীন থাকায় তালিকায় নাম লেখাতে পারেননি। দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরে এবং রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার পর এবারই প্রথম তিনি ভোটার হলেন এবং প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন।
বগুড়া-৬: শেকড়ের টানে পৈতৃক আসনে লড়াই নিজ জেলা ও বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া-৬ (সদর) আসন থেকেও ধানের শীষের প্রার্থী হিসেবে লড়বেন তারেক রহমান। সোমবার আড়াইটার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন স্থানীয় বিএনপির নেতারা। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে সাইফুল ইসলাম ও মোশারফ হোসেনসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ঐতিহাসিকভাবেই এই আসনটি বিএনপির দখলে ছিল। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা চারবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৮ সালে এখানে জয়ী হলেও শপথ না নেওয়ায় উপ-নির্বাচন হয়। সবশেষ আওয়ামী লীগের শাসনামলে আসনটি হাতছাড়া হলেও এবার তারেক রহমান নিজেই এখানে প্রার্থী হয়ে আসনটি পুনরুদ্ধারে নামছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি এই হাইভোল্টেজ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই অংশগ্রহণ বিএনপির তৃণমূল কর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করবে।







