বাণিজ্যিক বিজ্ঞাপন

আখচাষীদের শিল্প মন্ত্রাণালয় ঘেরাও কর্মসূচী

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

গতকাল ২রা নভেম্বর সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের পক্ষ থেকে আপামর দিনাজপুরবাসিকে ,এই অঞ্চলের আখ চাষী চিনিকল শ্রমিক ও গণমানুষের আকাঙ্খা পূরণ করতে ‘সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন এই কর্মসূচীতে অংশ গ্রহণের আহ্বান জানান।

সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ এর পক্ষ থেকে বলা হয়, বিগত পতিত ফ্যাসিষ্ট সরকারের রাষ্ট্রীয় শিল্প ফাংসের নীতির ফলশ্রুতিতে ২০২০ সালের ১ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে ছয়টি চালু চিনকল বন্ধ করে দেওয়া হয়।এরপর ২০২০ সাল থেকে শুরু হয় জনগণের অধিকার ফিরে পাওয়ার লড়াই, এরপর শুরু হয় আওয়ামী ফ্যাসিষ্ট সরকার ও পুলিশ কর্তৃক কৃষক শ্রমিক ছাত্রের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার দমন পীড়ন।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সেতাবগঞ্জ চিনিকল পুনচালনা আন্দোলন পরিষদ ও জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ বন্ধ ছয়টি চিনিকল চালু করতে সরকারের কাছে অনুরোধ জানায়। সেই প্রেক্ষাপটে গঠিত টাক্সফোর্সের প্রতিবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিবছর দুটি করে পর্যায়ক্রমে ছয়টি চিনিকল চালু করার অনুমোদন দেন। সেই মতে বাজেট প্রণীত ও গৃহীত হয়।

প্রথম বছর সেতাবগঞ্জ ও শ্যামপুর চিনিকল খুলে দিতে আখ চাষের জন্য যে টাকা চাওয়া হয়েছিল তা এখনো অর্থ মন্ত্রণালয় ছাড় করেনি। সেতাবগঞ্জ চিনিকল ও শ্যামপুর চিনিকল এর জন্য বরাদ্দকৃত অর্থ ২০২৫-২৬ অর্থবছরে ছাড় দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা ছাড় করা হয়নি। সেপ্টেম্বর মাস থেকে আখ চাষের মৌসুম শুরু হয়ে গেলেও উপরোক্ত চিনিকল দুটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না, কিন্তু এক অদৃশ্য সুতার টানে পাশ হওয়া বাজেট ছাড় হচ্ছে না।

আগামী ০৪ নভেম্বর রোজ মঙ্গলবার সকাল ৯:০০ ঘটিকায় সেতাবগঞ্জ চিনিকল ও শ্যামপুর চিনিকলের বরাদ্দকৃত অর্থ অতি দ্রুত ছাড় করে এই অঞ্চলের আখ চাষী চিনিকল শ্রমিক ও গণমানুষের আকাঙ্খা পূরণ করতে ‘সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের’ সংগ্রামী আহ্বায়ক মোঃ বদরুদ্দোজা (বাপন) এর নেতৃত্বে
“চলো চলো ঢাকা চলো শিল্প মন্ত্রাণালয় ঘেরাও করো” চূড়ান্ত কর্মসূচী গ্রহণ করা হয়।

অতিতের মতো এবারও সকল দিনাজপুর বাসী এবং সকল আখচাষী আন্দোলনের পাশে থাকবেন ও ঢাকায় অবস্থানরত দিনাজপুর এর প্রত্যেকটি নাগরিককে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জনানো হয় ।
সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের পক্ষে,মোঃ বদরুদ্দোজা (বাপন) আহবায়ক ও সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ মো। লিমন খন্দকার সদস্য সচিব (ভারপ্রাপ্ত) সেতাবগঞ্জ চিনিকল পুন্যচালনা আন্দোলন পরিষদ এর স্বাক্ষরিত প্রেস নোটের মাধ্যমে এই আহ্বান জানান।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button