বাণিজ্যিক বিজ্ঞাপন

জাতীয় নির্বাচনে গণমাধ্যমের ওপর কোনো বাধা থাকবে না: তথ্য উপদেষ্টা

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের কোনো ধরনের বাধা থাকবে না। তবে নির্বাচনের আগে, চলাকালীন সময় এবং নির্বাচনের পর সাংবাদিকদের সতর্ক, দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

রোববার ঢাকার তথ্য ভবনের ডিএফপির সভাকক্ষে নির্বাচনের সময় গণমাধ্যমের ভূমিকা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, নির্বাচন মাঠে যা ঘটছে, কোনো ধরনের অনিয়ম বা সহিংসতা হলে তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। পূর্বের নির্বাচনে গণমাধ্যমের ওপর সীমাবদ্ধতা ছিল, কিন্তু এবার সেই ধরনের বাধা আর থাকবে না। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে এবং গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, এবারের নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক তরুণ ভোট দেবেন। তরুণ ভোটারদের আস্থা ও বিশ্বাস অর্জনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া প্রবাসী বাংলাদেশিরা এবার ভোটে অংশ নেবেন। এই প্রেক্ষাপটে রাজনৈতিক দলের কার্যক্রম, তাদের পদক্ষেপ এবং নির্বাচনের সঙ্গে সম্পর্কিত তথ্য প্রবাসীদের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

তিনি আশ্বস্ত করেন, নির্বাচনের সময়ে জনগণ যেন সহিংসতার শিকার না হয়, সে জন্য সরকার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। সাংবাদিকদের নিরাপত্তার বিষয়েও সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে। নির্বাচনের সংবাদ সংগ্রহে যদি কোনো অসঙ্গতি বা বিধিনিষেধ দেখা দেয়, তাহলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button