
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি–জামায়াতের নেতা–কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বসে প্রচারণা চালাচ্ছেন।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে আবদুল কাদের বলেন, “আমরা সব সময় আচরণবিধি মেনে প্রচারণা চালাই। কিন্তু ছাত্রদলের জিএস প্রার্থী আচরণবিধি ভঙ্গ করেছেন। জামায়াত–শিবির বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের প্রভাবিত করছে। এছাড়া কেন্দ্রগুলোর অবস্থানও শিক্ষার্থীদের ভোটে অংশগ্রহণে ব্যাঘাত সৃষ্টি করছে।”
আবদুল কাদের আরও বলেন, “যাঁরা খাওয়াচ্ছেন বা টাকা খরচ করছেন, শিক্ষার্থীদের প্রভাবিত করা হচ্ছে। আমাদের আবেদন, আপনার ভোট নিজের বিবেক দিয়ে দিন। কে অতীতে আপনার জন্য লড়েছে, তা বিবেচনা করে সিদ্ধান্ত নিন।”
প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, নির্বাচনের কেন্দ্রগুলো অনিয়মিতভাবে স্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক নয়। তিনি অভিযোগ করেন, কিছু হলকে দূরবর্তী জায়গায় দেওয়া হয়েছে, যাতে ভোটে অংশগ্রহণে সমস্যা হয়।
তিনি আরও বলেন, “স্থানীয় বিএনপি–জামায়াত নেতা–কর্মীরা শিক্ষার্থীদের পরিবারে গিয়ে ভোটের জন্য চাপ দিচ্ছেন। শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে প্রশাসনের মাধ্যমে। প্রশাসন যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।”
আবু বাকের মজুমদার উল্লেখ করেন, ৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচন হবে ব্যালট-বিপ্লব, যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রতিনিধিকে নিজেদের ভোটে নির্বাচিত করবেন।







