
প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিশ্চিতভাবে অনুষ্ঠিত হবে এবং পৃথিবীর কোনো শক্তি এটি ঠেকাতে পারবে না। এজন্য সকল প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হচ্ছে।
দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ রোববার একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের নয়জন উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান শফিকুল আলম।
তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি যখন দেখছে দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জুলাইয়ের হত্যার সঙ্গে জড়িতদের বিচার দ্রুত এগোচ্ছে, তখন তারা বেপরোয়া হয়ে দেশের শান্তি বিনষ্ট করার চেষ্টা করছে। তাই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে ন্যূনতম ছাড় দেওয়া হবে না।
শফিকুল আলম আরও জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজার সময় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে। এজন্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়াতে এবং সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা আগে থেকেই নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গে বৈঠক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ডাকসু নির্বাচনের ক্ষেত্রেও নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সংবাদ সম্মেলনে উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা-ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৈঠকে উপস্থিত উপদেষ্টা ও কর্মকর্তাদের মধ্যে ছিলেন:
-
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
-
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ
-
আইন উপদেষ্টা আসিফ নজরুল
-
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
-
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান
-
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
-
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
-
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
-
শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
-
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
-
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী
-
পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম







