
টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযোদ্ধা সমাবেশ করতে পারেননি কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। রোববার বেলা তিনটায় বাসাইল শহীদ মিনার প্রাঙ্গণে তাঁর সমাবেশ হওয়ার কথা ছিল।
তবে একই সময়ে সেখানে ছাত্রসমাজের ব্যানারে ছাত্র সমাবেশের কর্মসূচি ঘোষিত থাকায় প্রশাসন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাসাইল শহীদ মিনার ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করে। ফলে কাদের সিদ্দিকী এবং ছাত্র উভয় পক্ষই সমাবেশ করতে পারেননি।
এর আগে শনিবার রাতের ঘটনা অনুযায়ী, কাদের সিদ্দিকীর টাঙ্গাইল শহরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রেক্ষিতে তিনি সংবাদ সম্মেলনে বাসাইলে সমাবেশের কথা জানান।
কাদের সিদ্দিকীর ঘনিষ্ঠ সূত্র জানায়, ১৪৪ ধারার বাইরে সমাবেশ করার পরিকল্পনা ছিল। তবে পুলিশ দুপুর থেকেই তাঁর বাসা ও আশপাশে অবস্থান নেয়।
বাসাইলে পাল্টাপাল্টি কর্মসূচি এবং প্রশাসনের ১৪৪ ধারা জারির পর উপজেলা সদরে পুলিশ ও সেনাবাহিনী টহল দিতে শুরু করে এবং প্রবেশপথে অবস্থান নেয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন জানান, একই স্থানে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাবেশের আবেদন আসায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করাই মূল লক্ষ্য। তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ১ সেপ্টেম্বর কাদের সিদ্দিকীর সমাবেশের জন্য লিখিত আবেদন আসে। পরে ৫ সেপ্টেম্বর ছাত্রসমাজের পক্ষ থেকেও সমাবেশের লিখিত আবেদন আসে। এ কারণে প্রশাসন যেকোনো সম্ভাব্য সংঘর্ষ প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে।







