
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৩২ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আগের দিনের তুলনায় এ রিজার্ভে সামান্য হলেও প্রবৃদ্ধি হয়েছে। ২ সেপ্টেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩১ হাজার ৩৮৮ দশমিক ১২ মিলিয়ন ডলার। একদিনের ব্যবধানে প্রায় ৪৪ মিলিয়ন ডলার যোগ হয়েছে দেশের সঞ্চয়ে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুসারে এ রিজার্ভের পরিমাণ কিছুটা কম। ৩ সেপ্টেম্বর পর্যন্ত এ হিসাবে রিজার্ভ দাঁড়ায় ২৬ হাজার ৪৫০ দশমিক ০৬ মিলিয়ন ডলার। ২ সেপ্টেম্বর যা ছিল ২৬ হাজার ৩৯৯ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।
বিশেষজ্ঞদের মতে, নিট রিজার্ভ আসলে নির্ণীত হয় আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী। অর্থাৎ মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে যে পরিমাণ পাওয়া যায়, সেটিই নিট রিজার্ভ হিসেবে ধরা হয়।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা ও রপ্তানি আয়ে ইতিবাচক পরিবর্তন এ ধারা আরও জোরদার করবে। ফলে চলতি অর্থবছরে রিজার্ভের স্থিতিশীলতা অর্থনীতিতে আশার আলো জোগাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।







