জাতীয়

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণায় হাইকোর্টের রুল

ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্টের ঘটনায় নিহতদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আরও পড়ুন…বাংলাদেশ ব্যাংকিং খাত সংস্কার ও অর্থপাচার রোধে আইএমএফ‘র সহায়তা চেয়েছে

এসংক্রান্ত এক রিটের শুনানি শেষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

সেই সাথে ঐতিহাসিক এই আন্দোলনে আহতদের কেন মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা হবে না এবং ৭১ এর মুক্তিযোদ্ধাদের মত এদের কেন আর্থিক সুযোগ সুবিধা দিয়ে পুনর্বাসন করা হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। সাথে ছিলেন আইনজীবী মো: রায়হান আলম।

জনস্বার্থে রিটটি করেন ঢাকার ক্যান্টমেন্টের বাসিন্দা মো: আলি নাজির শাহিন।

কণ্ঠস্বর/রাজিব

Related Articles