বাণিজ্যিক বিজ্ঞাপন

৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে উসমান দেম্বেলে, দেশমের ওপর ক্ষুব্ধ পিএসজি

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ফ্রান্সের জয় (২-০) নিশ্চিত করতে খেলা শুরু করেননি, বরং ৪৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন উসমান দেম্বেলে। তবে ৮১ মিনিটে হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠ ছাড়তে হয় তাঁকে। বদলির মাধ্যমে মাঠে নামার পরই চোট পাওয়ার ঘটনায় ফ্রান্সের পাশাপাশি পিএসজির সমর্থকদেরও উদ্বেগ তৈরি হয়েছিল।

প্যারিসের ক্লাব পিএসজি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, দেম্বেলের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট লেগেছে এবং অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। দলের চিকিৎসকরা শুক্রবারের ইউক্রেন-ফ্রান্স ম্যাচের পর এই চোট নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পিএসজি কর্তৃপক্ষ ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের ওপর ক্ষুব্ধ। ৩১ আগস্ট তুলুজের বিপক্ষে লিগ ম্যাচে ইতিমধ্যেই অস্বস্তি বোধ করেছিলেন দেম্বেলে। পিএসজি মনে করছে, অস্বস্তির খবর থাকলেও আন্তর্জাতিক ম্যাচে দেম্বেলেকে নামানো ‘হঠকারী সিদ্ধান্ত’। প্যারিসজুড়ে দেশমের এই সিদ্ধান্তকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

দেশম নিজের সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত ছিলাম দেম্বেলে ভালো খেলতে পারবে। ম্যাচের আগে তার চোটের কোনো রিপোর্ট ছিল না। দুর্ভাগ্যবশত, খেলোয়াড়দের চোট যেকোনো সময় ঘটতে পারে।’

শুধু দেম্বেলেই নয়, এই আন্তর্জাতিক বিরতিতে পিএসজির আরও এক খেলোয়াড় দেজিরে দুয়ে ডান পায়ের পেশিতে টান পাওয়ায় প্রায় চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন।

এ চোটের কারণে দেম্বেলেকে পিএসজি চ্যাম্পিয়নস লিগের আতালান্তা ও বার্সেলোনা ম্যাচের পাশাপাশি লিগের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে বঞ্চিত হতে হবে।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button