বাণিজ্যিক বিজ্ঞাপন

ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ: রিজওয়ানা হাসান

পরিবেশ ডেস্ক | ২ সেপ্টেম্বর ২০২৫, ঢাকা

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

ওসমান গণি মেবন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বদ্বীপ দেশ হিসেবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত ‘বায়োফিলিয়া: মানুষ, জলবায়ু ও সংস্কৃতির পুনঃসংযোগ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে সুইজারল্যান্ড দূতাবাস।
ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা হুমকিতে:
রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের সংকট কেবল টিকে থাকার প্রশ্ন নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও বহু রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গেও জড়িত।
সহায়তা নীতি পুনর্বিবেচনার আহ্বান:
তিনি উন্নয়ন সহযোগীদের উদ্দেশে বলেন, সহায়তা নীতি পুনর্বিবেচনা করে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে আরও কার্যকরভাবে সহযোগিতা করতে হবে। সংকট যত বড়ই হোক, সংস্কৃতি ও ঐতিহ্যকে শক্তি হিসেবে ধারণ করে সহযোগিতার মাধ্যমে সমাধানের পথ খুঁজে নিতে হবে।
অর্থায়ন ও প্রযুক্তির ঘাটতি:
পরিবেশ উপদেষ্টা বলেন, আমাদের জনগণ সাহসিকতার সঙ্গে দুর্যোগ মোকাবিলা করছে। কিন্তু পর্যাপ্ত প্রশমন কর্মসূচি ও আন্তর্জাতিক সহায়তা না থাকায় সক্ষমতা সীমায় এসে ঠেকছে। অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা এখনো প্রত্যাশিত মাত্রায় পাওয়া যায়নি।
বৈশ্বিক ঐক্যের ওপর জোর:
তিনি জ্ঞানভিত্তিক পদক্ষেপ, বৈশ্বিক ঐক্য ও সহমর্মিতার মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন। সময় ও সম্পদ সীমিত হওয়ায় যৌথভাবে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।অনুষ্ঠানে সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স করিন হেনচোজ পিগনানি, আইএফএডি’র প্রতিনিধি ভ্যালান্টাইন আচাচো এবং বাগেরহাটের শরণখোলার জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার প্রতিনিধি লাবনী আক্তার বক্তব্য রাখেন।
পরে উপদেষ্টা জলবায়ু অভিযোজন সংক্রান্ত প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button