বাণিজ্যিক বিজ্ঞাপন

পেশোয়ারে কৃষি খাতে জলবায়ু সংকটে জাতিসংঘের উদ্বেগ

৩০ আগস্ট ২০২৫

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

নকভি সৈয়দ ওয়াসিম হায়দার

খাইবার পাখতুনখোয়া প্রদেশের কৃষকরা জলবায়ু পরিবর্তনের সরাসরি আঘাতের শিকার হচ্ছেন। জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘ খরা ও আকস্মিক বন্যার কারণে এই অঞ্চলে গম, ভুট্টা এবং আখের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

পেশোয়ারের আশপাশের গ্রামীণ এলাকায় কৃষকরা জানিয়েছেন, আগের মতো আর সময়মতো বৃষ্টিপাত হয় না। ফলে সেচের জন্য পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

আবার হঠাৎ ভারী বৃষ্টি বা বন্যায় মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে।স্থানীয় কৃষক আবদুল মান্নান ইবাংলা.প্রেসকে বলেন, “আগে চার একর জমিতে গম ফলাতাম, এখন একই জমিতে অর্ধেকও ফলছে না। সার, বীজ আর পানির খরচ মেটানোই কঠিন হয়ে পড়েছে।”

জাতিসংঘ সতর্ক করেছে, যদি দ্রুত কৃষি খাতে অভিযোজনমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তবে আগামী পাঁচ বছরে খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।বিশেষজ্ঞরা সোলারচালিত সেচ ব্যবস্থা, খরা-সহনশীল বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তিতে বিনিয়োগের ওপর জোর দিয়েছেন।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button