বাণিজ্যিক বিজ্ঞাপন
প্রচলিত

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় আহত সেই মেছো বিড়ালের অস্ত্রোপচার, অবস্থা এখনো সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় আহত হওয়া সেই বিরল প্রজাতির মেছো বিড়ালটি। গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি ক্লিনিকে প্রায় তিন ঘণ্টা ব্যাপী এক জটিল অস্ত্রোপচার শেষে প্রাণীটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর জখমের কারণে এর অবস্থা এখনো আশঙ্কাজনক।

অস্ত্রোপচারের বিস্তারিত: বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেটিক বিভাগের প্রধান অধ্যাপক রফিকুল আলমের নেতৃত্বে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, দুর্ঘটনার তীব্রতায় প্রাণীটির জিভের প্রায় ৯০ শতাংশ কেটে গিয়েছিল। এ ছাড়া চোয়ালের তিনটি স্থান এবং মাথার বিভিন্ন অংশে মারাত্মক ক্ষত তৈরি হয়। দীর্ঘ সময় ধরে চলা এই অস্ত্রোপচারে জিভ, তালু ও চোয়াল পুনর্গঠনের কাজ করা হয়েছে।

অধ্যাপক রফিকুল আলম জানান, “অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মেছো বিড়ালটি ভীষণ দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে এটি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতে পারছে না, তাই একে ‘প্যারেনটেরাল নিউট্রিশন’ বা বিশেষ তরল খাদ্যের মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। আগামী ৭২ ঘণ্টা প্রাণীটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ঘটনার প্রেক্ষাপট: গত শনিবার রাতে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের সতরোশ্রী এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের নিচে পড়ে মেছো বিড়ালটি। শুরুতে স্থানীয়দের কেউ কেউ একে ‘চিতাবাঘ’ মনে করে পিটিয়ে মারার চেষ্টা করলেও সচেতন কিছু মানুষের বাধায় তা রক্ষা পায়। বন বিভাগ প্রথমে একে ‘গন্ধগোকুল’ হিসেবে চিহ্নিত করলেও পরে নিশ্চিত হওয়া যায় এটি একটি মেছো বিড়াল।

প্রশাসনের তৎপরতা: আহত প্রাণীটির করুণ অবস্থা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নেত্রকোনা জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের নজরে আসে। তাঁর বিশেষ নির্দেশনায় ও বন বিভাগের সহযোগিতায় দ্রুততম সময়ে উন্নত চিকিৎসার জন্য একে ময়মনসিংহে পাঠানো হয়।

বর্তমানে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম পুরো বিষয়টি তদারকি করছেন। বন্যপ্রাণী প্রেমীরা আশা করছেন, উন্নত চিকিৎসায় দ্রুত সেরে উঠবে এই বিপন্ন মেছো বিড়ালটি।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button