
দেশের ক্রিকেটে চরম উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে ক্রিকেটারদের দাবি মেনে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের কড়া আলটিমেটাম ও বিপিএল ম্যাচ বয়কটের মুখে বিতর্কিত মন্তব্যকারী পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে বোর্ডের গুরুত্বপূর্ণ এই কমিটির ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।
আজ বৃহস্পতিবার বিকেলে বিসিবির পক্ষ থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি এবং সংস্থার বৃহত্তর স্বার্থ বিবেচনা করে সভাপতি অবিলম্বে নাজমুল ইসলামকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবি গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদের বিশেষ ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
ঘটনার নেপথ্যে: বিতর্কের সূত্রপাত নাজমুল ইসলামের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে। ক্রিকেটারদের পারিশ্রমিক ও তাঁদের অবদান নিয়ে করা কটাক্ষের প্রতিবাদে সরব হয়ে ওঠে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বুধবার রাতেই তারা নাজমুলের পদত্যাগের দাবি জানিয়ে খেলা বয়কটের ডাক দেয়। আজ দুপুর ১টায় বিপিএলের পূর্বনির্ধারিত ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও ক্রিকেটাররা মাঠে না নামায় তা পণ্ড হয়ে যায়। এরপর বিকেলে সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা নিজেদের অনড় অবস্থানের কথা ফের জানিয়ে দেন।
বোর্ডের বার্তা: ক্রিকেটারদের আন্দোলনের মুখে অনেকটা বাধ্য হয়েই এই বড় পদক্ষেপ নিল বিসিবি। তবে বোর্ড বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, ‘ক্রিকেটারদের স্বার্থই বিসিবির কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।’ বোর্ড আশা প্রকাশ করেছে, এই সিদ্ধান্তের পর ক্রিকেটাররা পেশাদারত্বের পরিচয় দেবেন এবং চলমান বিপিএলে পুনরায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
আপাতত অর্থ কমিটির প্রধান হিসেবে আমিনুল ইসলাম দায়িত্ব পালন করবেন। তবে নাজমুল ইসলামকে শুধুমাত্র অর্থ কমিটির পদ থেকে সরানো হয়েছে নাকি পরিচালক হিসেবেও তাঁর ভাগ্য অনিশ্চিত, সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি।







