
শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার শুনানির দিনে আদালত চত্বরে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। আজ সোমবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে জুনাইদ আহ্মেদ পলককে বহনকারী একটি প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশে সিএমএম আদালতের হাজতখানা থেকে বের হয়। ভ্যানটি আদালতের মূল ফটকের সামনে পৌঁছানো মাত্রই সেখানে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা সেটিকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন। এ সময় তারা ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রিজন ভ্যানটি দ্রুত এলাকা ত্যাগ করে।
মামলার পটভূমি এর আগে সকালে জুলাই আন্দোলনের সময় বাড্ডা এলাকায় দুর্জয় আহম্মেদ নামের এক যুবককে হত্যাচেষ্টার মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ২০ জুলাই বাড্ডার ইউলুপ এলাকায় গুলিতে দুই চোখ হারানো দুর্জয় আহম্মেদের দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ৯০ জনকে আসামি করা হয়েছে।
শহীদ ওসমান বিন হাদি হত্যা মামলা এদিকে আজ ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শহীদ ওসমান বিন হাদি হত্যা মামলারও শুনানি ছিল। মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় চাইলে আদালত আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
আদালত চত্বরে বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও প্রিজন ভ্যান বের হওয়ার সময় বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।







