
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় থাকা সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান তার এক সেলমেটের হামলায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, সালমান এফ রহমানের সেলে খলিলুর রহমান নামের একজন সাজাপ্রাপ্ত আসামি অবস্থান করছিলেন। খলিলুর রহমান সিএনজি চুরির দায়ে বর্তমানে দণ্ডভোগ করছেন। আজ সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে খলিলুর রহমান উত্তেজিত হয়ে সালমান এফ রহমানের ওপর চড়াও হন। বাকবিতণ্ডার এক পর্যায়ে খলিলুর রহমান তার তলপেটে সজোরে লাথি মারেন।
প্রত্যক্ষদর্শী ও কারা কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, লাথির আঘাতে সালমান এফ রহমান তৎক্ষণাৎ সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত কারাগারের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিশেষ নিরাপত্তায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আঘাতের ফলে তার গোপনাঙ্গ ও তলপেটে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে। বর্তমানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং তাকে হাসপাতালের জরুরি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) জানিয়েছেন, “কারাগারের ভেতরে দুই বন্দির মধ্যে বাকবিতণ্ডা থেকে এই অনাকাঙ্ক্ষিত হাতাহাতির সৃষ্টি হয়েছে। আমরা পুরো ঘটনাটি খতিয়ে দেখছি। দায়িত্বে অবহেলার কোনো প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে খলিলুর রহমানের বিরুদ্ধে জেল কোড অনুযায়ী অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে কারা প্রশাসন। হাসপাতালের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।







