বাণিজ্যিক বিজ্ঞাপন

মানিকগঞ্জ জেলা বাস, অটো ,টেম্পু অনার্স গ্রুপের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

মানিকগঞ্জ প্রতিনিধি।।
সুষ্ঠ , শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য এবং উৎসব মুখর পরিবেশে  ৩রা জানুয়ারি  শনিবার সকাল ৯ ঘটিকা হইতে বিকাল ৪ টা পর্যন্ত মানিকগঞ্জ শহরের শহিদ রফিক সড়কের পৌর বিপনী  মার্কেটের  সিটি  ড্রীম আবাসিক  হোটেলের হল রুমে মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটোটেম্প   অনার্স  গ্রুপের   ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির  তথ্য মতে   জানা গেছে,  এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা- ২১৫ এবং ১৯২  জন ভোটার তাঁদের  পছন্দের প্রার্থীকে  ভোট দিয়েছে।  বিধি বহির্ভূতভাবে তিনটি ভোট বাতিল বলে প্রধান   নির্বাচন কমিশনার   বশির আহমেদ, সহকারী  নির্বাচন কমিশনার  সবুজ মিয়া ও সহকারী নির্বাচন কমিশনার   মিজানুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান।   প্রধান নির্বাচন কমিশনার বশির আহমেদ  আরো জানান, ভোটের  প্রার্থীকে  ভোট দিতে  ব্যলটে    ক্রসচিহ্ন  ব্যবহার হয়েছে ।

সভাপতি পদ প্রার্থী হিসেবে   আঃ রাজ্জাক লিটন   ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী  সভাপতি পদপ্রার্থী  মোঃ নান্নু মিয়া পেয়েছে  ২২  ভোট।  সহ-সভাপতি  পদ-প্রার্থী হিসেবে মোঃ ফারুক মোল্লা  ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আনোয়ার হোসেন পেয়েছে ২৮  ভোট। মহাসচিব  পদপ্রার্থী হিসেবে  পীর বাবুল হোসেন ১৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থী  মাহফুজুর রহমান খান পেয়েছে ২৪ ভোট। সহসাধারণ সম্পাদক  পদপ্রার্থী  মোঃ আবুল বাসার  ১৪২  ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থী মোঃ চান মিয়া পেয়েছে ২৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ সিহাব উদ্দিন  ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থী মোঃ জাফর পেয়েছে ২৬ ভোট।   দপ্তর সম্পাদক পদ-প্রার্থী  মোঃ জিয়াউর রহমান ১৪৭  ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থী শহিমুদ্দিন ২৪  ভোট পেয়েছে।

কোষাধ্যক্ষ পদ-প্রার্থী মোঃ সিদ্দিক ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থী  মনিরুজ্জামান পেয়েছে ২৫  ভোট।  বিনা প্রতিদ্বন্দ্বীতায়    বিজয়ী সদস্য  হয়েছে  শফিকুল ইসলাম ফিরোজ, দ্বীন ইসলাম, ওসমান গনি, তপু রায়হান  অজয়, মোঃ ছবুর খান ও  মোঃ রতন।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button