
আজ ১৭ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস। দারিদ্র্যের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো ও টেকসই উন্নয়নের আহ্বান জানাতেই প্রতি বছর জাতিসংঘের উদ্যোগে এ দিবস পালিত হয়।
জাতিসংঘের মহাসচিব তাঁর বার্তায় বলেন, প্রায়শই দারিদ্র্যের মধ্যে বসবাসকারী মানুষকে দোষারোপ করা হয়, কলঙ্কিত করা হয় এবং সমাজের ছায়ায় ঠেলে দেওয়া হয়। অথচ দারিদ্র্য কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটি একটি পদ্ধতিগত ব্যর্থতা — মর্যাদা ও মানবাধিকারের অস্বীকার।
এই বছরের প্রতিপাদ্য দারিদ্র্যের মধ্যে থাকা মানুষদের প্রতি সামাজিক ও প্রাতিষ্ঠানিক দুর্ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
দারিদ্র্য দূর করতে প্রয়োজন এমন নীতি, যা কাউকে পিছনে ফেলে রাখবে না — যেমন সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও বাসস্থান, ন্যায্য মজুরিতে উপযুক্ত কর্মসংস্থান, সর্বজনীন সামাজিক সুরক্ষা, খাদ্য নিরাপত্তা, মানসম্মত শিক্ষা এবং দেশ ও সম্প্রদায়ের জন্য কার্যকর অর্থায়ন।
বার্তায় আরও বলা হয়েছে, “দারিদ্র্য দূরীকরণের এই আন্তর্জাতিক দিবসে আসুন আমরা কলঙ্ক ও বৈষম্য প্রত্যাখ্যান করি। আসুন দারিদ্র্যের মধ্যে থাকা মানুষের পাশে দাঁড়াই, সংহতি ও মানবিকতার মাধ্যমে একটি দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ে তুলি।







