
আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এবারের প্রতিপাদ্য বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছে—সংকটের সময়েও মেয়েরা শুধু ভুক্তভোগী নয়, তারা পরিবর্তনেরও চালিকাশক্তি।
বর্তমান বিশ্ব নানা সংকটে বিপর্যস্ত—সংঘাত, জলবায়ু বিপর্যয়, বাস্তুচ্যুতি ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। আর এর সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে মেয়েদেরকেই।
সংকটের সময় যৌন সহিংসতা ও মাতৃমৃত্যুর হার বেড়ে যায়, ভঙ্গুর পরিস্থিতিতে বাল্যবিবাহের হার বিশ্ব গড়ের প্রায় দ্বিগুণ হয়।
মেয়েরা প্রায়শই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বঞ্চিত থাকে, যা তাদের ভবিষ্যৎ গঠনে বড় বাধা হয়ে দাঁড়ায়।তবে আশার বিষয় হলো, মেয়েরা আজ নীরব নয়। তারা বিশ্বজুড়ে লিঙ্গ সমতা, শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং মানবাধিকারের পক্ষে নেতৃত্ব দিচ্ছে।
জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও নেতারা আহ্বান জানিয়েছেন—মেয়েদের শক্তিকে স্বীকৃতি দিতে হবে, তাদের অধিকার ও সুযোগকে অগ্রাধিকার দিতে হবে। কন্যা শিশুদের শিক্ষায়, স্বাস্থ্যসেবায় ও নেতৃত্বের সুযোগে বিনিয়োগ করলেই গড়ে উঠবে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ।







