
সাইফুল ইসলাম
তৃতীয় আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবসে জানানো বার্তায় বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তি পুলিশি কার্যক্রমে নতুন মাত্রা যোগ করছে। তবে এ প্রযুক্তি যেন মানবকল্যাণে ব্যবহৃত হয়, সে আহ্বান জানানো হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, এআই ও অন্যান্য ডিজিটাল সরঞ্জাম তদন্ত কার্যক্রমকে ত্বরান্বিত করা, ন্যায়বিচারের সুযোগ প্রসারিত করা এবং অপরাধ ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিকভাবে ব্যবহার করা হলে এগুলো পুলিশ বাহিনীর দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়াবে।
তবে সতর্ক করে বলা হয়েছে, প্রযুক্তির প্রয়োগ অবশ্যই মানবাধিকার সুরক্ষা, পক্ষপাত কমানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কখনই মানুষের বিচারবোধকে প্রতিস্থাপন করা যাবে না। প্রশিক্ষিত ও নীতিবান পুলিশ কর্মকর্তাদের ভূমিকা সর্বদা অপরিহার্য থাকবে।
বার্তায় আরও বলা হয়, আধুনিকীকরণের সাথে মূল্যবোধের সমন্বয় ঘটাতে হবে। মানবতা যেন প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রে থাকে।
আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আস্থা পুনর্নির্মাণ, কমিউনিটি-ভিত্তিক পুলিশিং জোরদার এবং সবার জন্য নিরাপদ ও ন্যায়সংগত ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়।







