বাণিজ্যিক বিজ্ঞাপন

ওজন কমিয়ে রুনা খান এখন ‘অষ্টাদশী’, রহস্য নাকি স্রেফ হাওয়া বদল?

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

এক সময় যাঁকে পর্দায় গম্ভীর শাশুড়ি বা মমতাময়ী মায়ের চরিত্রে দেখে দর্শক অভ্যস্ত ছিল, সেই রুনা খান এখন নেট দুনিয়ার ‘ক্রাশ’। ওজন কমিয়ে ছিপছিপে হওয়ার পর থেকে রুনা যেন থামতেই চাইছেন না। তাঁর সাম্প্রতিক ফটোশুটগুলো দেখে নেটিজেনদের একটাই প্রশ্ন— “রুনা আপু, ঘড়ির কাঁটা কি উল্টো দিকে ঘুরছে?”

লুক দেখে হার্টবিট মিস ভক্তদের সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রুনা খান কিছু ছবি শেয়ার করেছেন যা দেখে তাঁর সমসাময়িক অভিনেত্রীরাও হয়তো একটু দীর্ঘশ্বাস ফেলছেন। কেউ বলছেন তিনি ‘বাংলার মালিকা আরোরা’, আবার কেউ বলছেন ‘রিভার্স এজিং’–এর জীবন্ত জাদুকর। ভাইরাল হওয়া ছবিগুলোতে তাঁকে এতটাই তরুণ দেখাচ্ছে যে, অনেকেই কমেন্ট বক্সে লিখছেন— “রুনা আপু কি তবে নতুন করে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন?”

বিতর্ক নাকি স্রেফ ঈর্ষা? রুনার এই পরিবর্তন নিয়ে বিতর্কও কম নেই। পাড়ার চায়ের দোকানে আড্ডার বিষয় এখন একটাই— রুনা খান কি শুধু ভাত খাওয়া ছেড়েছেন নাকি কোনো জাদুর চেরাগ পেয়েছেন? সমালোচকরা যখন তাঁর সাজগোজ নিয়ে ‘বেশি বোল্ড’ বলে আঙুল তুলছেন, রুনা তখন স্রেফ স্মিত হেসে নতুন পোজ দিচ্ছেন। তাঁর ভক্তদের দাবি, “যাঁরা সমালোচনা করছেন, তাঁরা আসলে জিমের সদস্যপদ নেওয়ার সাহস পাচ্ছেন না বলেই হিংসা করছেন!”

রহস্যটা কী? রুনার ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি নাকি ইদানীং শুধু লেবুর জল আর আত্মবিশ্বাস খেয়েই দিন কাটাচ্ছেন। তবে মজার ব্যাপার হলো, রুনার এই নতুন অবতার দেখে অনেক পরিচালকই বিপাকে পড়েছেন। আগে যাঁকে বড় বোনের চরিত্রের জন্য ভাবা হতো, এখন তাঁকে রোমান্টিক হিরোইন বানালে হিরোরা ছোট দেখাবে কি না— এই চিন্তায় ঘুম নেই কাস্টিং ডিরেক্টরদের।

পরিশেষে বলাই যায়, রুনা খান প্রমাণ করে দিয়েছেন যে, বয়স কেবল একটি সংখ্যা মাত্র, যদি আপনার আলমারিতে সঠিক ফিটিংয়ের পোশাক আর মনে অদম্য সাহস থাকে।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button