
জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ বাংলাদেশ আয়োজন করেছে ব্যতিক্রমী যুব আলোকচিত্র প্রদর্শনী “পরিবর্তনের অনুঘটক হিসেবে যুবসমাজ।
বুধবার ঢাকার জাতিসংঘ ভবনে শুরু হওয়া এই প্রদর্শনীতে ৮০টি অনন্য ছবি প্রদর্শিত হয়েছে, যা বাংলাদেশের তরুণ প্রজন্মের সৃজনশীলতা, স্থিতিস্থাপকতা এবং একটি টেকসই ভবিষ্যতের প্রতি তাদের প্রতিশ্রুতিকে তুলে ধরেছে।বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ডোমেনিকো স্কাল্পেলি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,
বাংলাদেশের তরুণরা ইতিমধ্যেই ভবিষ্যৎ গড়ছে—জলবায়ু-স্মার্ট গ্রাম তৈরি করছে, STEM-এ মেয়েদের অনুপ্রাণিত করছে, সমতা ও অন্তর্ভুক্তির পক্ষে কথা বলছে এবং অভাবী পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি ছবি জাতিসংঘ ও অংশীদারদের জন্য একটি আহ্বান—যুব সমাজে বিনিয়োগ বাড়িয়ে তাদেরকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনের প্রকৃত নেতৃত্বে পরিণত করতে হবে।
এই বছরের সেপ্টেম্বরে ঘোষিত প্রতিযোগিতাটিতে শহর, গ্রাম ও রোহিঙ্গা সম্প্রদায়ের তরুণরা অংশগ্রহণের সুযোগ পান। সৃজনশীলতা, গল্প বলার ক্ষমতা এবং ছবির প্রাসঙ্গিকতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয় যুব উপদেষ্টা গোষ্ঠীর সমন্বয়ে গঠিত জুরির মাধ্যমে।
অসাধারণ সৃজনশীলতা ও বার্তা প্রকাশের জন্য তিনজন আলোকচিত্রী পেয়েছেন UN80 যুব পুরস্কার।
প্রথম পুরস্কারজয়ী আল আমিন হোসেন বলেন,

আমার ছবির মাধ্যমে আমি আশা ও ইতিবাচক পরিবর্তনের বার্তা দিতে চেয়েছি। আমরা তরুণরা শিক্ষা, সমতা ও মানবতার পক্ষে একত্রে কাজ করলেই সত্যিকারের অগ্রগতি সম্ভব।
এই প্রদর্শনী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত শাহাবুদ্দিন পার্কে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীরা এখানে তরুণ আলোকচিত্রীদের চোখে বাংলাদেশের পরিবর্তনের গল্প ও ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি দেখতে পাবেন।







