
৬ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আবাস দিবস। এবারের বার্তায় উঠে এসেছে দ্রুত নগরায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা।জাতিসংঘের তথ্যমতে, সংঘাত, রাজনৈতিক অস্থিতিশীলতা ও জলবায়ু জরুরি অবস্থার কারণে ইতোমধ্যেই ১২৩ মিলিয়ন মানুষ ঘরবাড়ি হারিয়ে শহরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
এদের অনেকেই এমন নগরীতে ঠাঁই নিচ্ছেন, যেগুলো আগে থেকেই চাপের মধ্যে রয়েছে। বর্তমানে আটজনের মধ্যে প্রায় একজন অনানুষ্ঠানিক বসতিতে বাস করছে এবং ৩০ কোটিরও বেশি মানুষের কোনও স্থায়ী বাড়ি নেই।
শহরের স্বাস্থ্যসেবা, পানির ব্যবস্থা ও পরিবহন নেটওয়ার্ক ক্রমশ চাপের মুখে পড়ছে। একই সঙ্গে নতুন নতুন দুর্যোগের ঝুঁকিও বাড়ছে। তবে বার্তায় বলা হয়, শহরই হতে পারে টেকসই সমাধানের কেন্দ্র।
সঠিক পরিকল্পনা ও অন্তর্ভুক্তি নিশ্চিত হলে নতুন আগতরা অর্থনীতিকে এগিয়ে নিতে, সমাজকে শক্তিশালী করতে ও সংস্কৃতিকে সমৃদ্ধ করতে পারে।
বিশ্ব আবাস দিবসে উন্নত আবাসন, ভূমি অধিকার, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া মেয়র ও স্থানীয় সরকারগুলোর নেতৃত্ব এবং নগর সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার ভূয়সী প্রশংসা করা হয়—বিশেষ করে নারী ও যুবসমাজের অবদানকে গুরুত্ব দেওয়া হয়।
বার্তায় আরও বলা হয়, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক মানুষ এবং শিশুদের জন্য নিরাপদ ও সহজলভ্য আবাসন নিশ্চিত করতে নতুন নতুন উদ্ভাবনকে এগিয়ে নিতে হবে।উল্লেখ করা হয়, “একটি শহর ইট আর কাঁচের বেশি কিছু—এটি আসলে একটি বাড়ির প্রতিশ্রুতি।







