বাণিজ্যিক বিজ্ঞাপন

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক ওজোন সংরক্ষণ দিবসে

১৩ সেপ্টেম্বর ২০২৫

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

শাজাহান মিয়া

আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক ওজোন সংরক্ষণ দিবস। চার দশক আগে, বিজ্ঞানের আহ্বানে সাড়া দিয়ে বিশ্ববাসী ওজোন স্তর রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিল।ভিয়েনা কনভেনশন ও মন্ট্রিল প্রোটোকল সেই প্রচেষ্টার মাইলফলক হিসেবে এখনও বহুপাক্ষিক সাফল্যের প্রতীক।

জাতিসংঘের মহাসচিবের বার্তায় জানানো হয়েছে, ধারাবাহিক পদক্ষেপের ফলে ওজোন স্তর ধীরে ধীরে নিরাময়ের পথে। তবে একইসাথে তিনি সতর্ক করেছেন, পৃথিবী এখনো বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়ার ঝুঁকির মুখে রয়েছে।

তিনি সরকারগুলিকে প্রোটোকলের কিগালি সংশোধনী অনুমোদন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। এই সংশোধনীর মাধ্যমে হাইড্রোফ্লুরোকার্বন (HFC)—যা মূলত শীতলীকরণ প্রযুক্তিতে ব্যবহৃত শক্তিশালী গ্রিনহাউস গ্যাস—ধাপে ধাপে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এটি শতাব্দীর শেষে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এড়াতে সহায়তা করতে পারে।

বার্তায় আরও বলা হয়েছে, নতুন জাতীয় জলবায়ু পরিকল্পনা (NDC)-তে এসব প্রতিশ্রুতি প্রতিফলিত করতে হবে, যাতে তা ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা রক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।

মহাসচিব মনে করিয়ে দেন—

এক ডিগ্রির প্রতিটি ভগ্নাংশ গুরুত্বপূর্ণ। প্রতিটি পদক্ষেপই জরুরি।

এই বিশ্ব ওজোন দিবসে তিনি সকলকে আহ্বান জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানুষ ও পৃথিবীকে রক্ষায় ওজোন স্তর সংরক্ষণে নতুন করে অঙ্গীকারবদ্ধ হতে।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button