বাণিজ্যিক বিজ্ঞাপন

শ্রীপুরে ‘অস্ত্রসহ’ ব্যবসায়ী আটককালে র‌্যাব সদস্যদের অবরুদ্ধ, পরে উদ্ধার

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করার সময় র‌্যাব সদস্যরা স্থানীয় বাসিন্দাদের অবরুদ্ধ হন। একপর্যায়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যরা এসে র‌্যাব সদস্যদের উদ্ধার করেন।

ঘটনা ঘটে আজ রোববার বিকেলে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের বরামা চৌরাস্তা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সোয়া পাঁচটায় র‌্যাব একটি গাড়ি নিয়ে বরামা চৌরাস্তা পৌঁছে ব্যাটারিচালিত অটোরিকশার দোকানে অভিযান চালায়। এ সময় তারা দোকানের মালিক মোশারফ হোসেন (৪০) কে আগ্নেয়াস্ত্রসহ আটক করার চেষ্টা করেন। কিন্তু স্থানীয় শতাধিক ব্যক্তি র‌্যাব সদস্যদের অবরুদ্ধ করেন এবং সড়কে বাঁশ ও কাঠ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। একপর্যায়ে আটক মোশারফ হোসেনকে র‌্যাবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়।

বরমী গ্রামের বাসিন্দা মো. ওমর ফারুক জানান, “র‌্যাবের দুই থেকে তিনটি গাড়ি সেখানে আটক ছিল। স্থানীয়রা মোশারফকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবি করে উত্তেজনা সৃষ্টি করেন।”

পরে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম জানিয়েছেন, “সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৭টা ৪০ মিনিট থেকে এলাকা স্বাভাবিক হয়।”

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button