বাণিজ্যিক বিজ্ঞাপন

“ফ্যাসিবাদীরা না থাকায় অনেকের মাথা নষ্ট হয়ে গেছে”: উপদেষ্টা আসিফ

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেছেন, “ফ্যাসিবাদীরা না থাকায় অনেকের মাথা নষ্ট হয়ে গেছে।” তিনি মনে করেন, দেশে গণতন্ত্র ও মুক্ত চিন্তার পরিবেশ ফিরে আসায় কিছু মানুষের ভিতরের অবদমিত অবস্থা ও আচরণ প্রকট হয়ে উঠেছে।

সম্প্রতি একটি আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “আগে যারা ফ্যাসিবাদী শাসনের আশ্রয়ে নিরাপদ ছিল, আজ তাদের ভেতরের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। কেউ কেউ নিজেদের সীমা ভুলে যাচ্ছেন, কারণ এতদিন তারা অভ্যস্ত ছিলেন দমননীতির মধ্যে থাকতে।”

আসিফ মাহমুদ আরও বলেন, “মত প্রকাশের স্বাধীনতা এখন সবার জন্য উন্মুক্ত। কিন্তু দুঃখজনকভাবে, কেউ কেউ সেই স্বাধীনতাকে বিশৃঙ্খলা তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।”

তিনি সকলকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা একটি মানবিক, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক সমাজ গড়ার পথে হাঁটছি। একে দুর্বল করার কোনো চেষ্টা সফল হবে না।”

উল্লেখ্য, উপদেষ্টা আসিফের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে সময়োপযোগী বলে আখ্যা দিচ্ছেন, আবার কেউ কেউ এর ভাষা ও ব্যাখ্যা নিয়ে সমালোচনা করছেন।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button