বাণিজ্যিক বিজ্ঞাপন

শিশুর সৃজনশীল বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে রাজধানীতে ব্র্যাক একাডেমির শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

মুখস্থবিদ্যার চিরাচরিত প্রথা ভেঙে শিশুদের চিন্তা করতে শেখানো, আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এবং সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে রাজধানী ঢাকায় যাত্রা শুরু করল ‘ব্র্যাক একাডেমি’। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর দক্ষিণখানে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। তিনি বলেন, “মানসম্মত শিক্ষার জন্য কেবল দালানকোঠা বা অবকাঠামো যথেষ্ট নয়, প্রয়োজন গবেষণাভিত্তিক আধুনিক শিক্ষাদান পদ্ধতি। ব্র্যাকের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে শিশুরা আন্তর্জাতিক মানের শিক্ষা পাবে।”

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে আলোকপাত করে তিনি আরও বলেন, “আমাদের শিশুরা যেন কেবল মুখস্থ না করে বরং স্বাধীনভাবে চিন্তা করতে ও বলতে শেখে। দেশকে এগিয়ে নিতে হলে পরিপূর্ণ ও সৃজনশীল মানুষের কোনো বিকল্প নেই।”

২০৩০ সালের মধ্যে দেশজুড়ে সম্প্রসারণের পরিকল্পনা

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ২০১৯ সালে কুমিল্লায় প্রথম যাত্রা শুরু করলেও বর্তমানে বগুড়া, রাজশাহী এবং এখন ঢাকায় ব্র্যাক একাডেমির কার্যক্রম চলছে। শুধু তাই নয়, চলতি মাসেই চট্টগ্রাম, সিলেট, যশোর ও নোয়াখালীতেও নতুন শাখা চালু হতে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে দেশের ৩০টি জেলায় ব্র্যাক একাডেমি চালুর মহাপরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

স্বতন্ত্র শিক্ষাপদ্ধতি ও কারিকুলাম

ব্র্যাক একাডেমিতে চার বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রাখা হয়েছে। এখানকার প্রধান বৈশিষ্ট্য হলো—

  • দ্বিভাষিক পদ্ধতি: মাতৃভাষা বাংলায় শক্ত ভিত্তি গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষা।

  • জীবনদক্ষতা: জাতীয় শিক্ষাক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনের উপযোগী দক্ষতা ও মূল্যবোধ শেখানো।

  • কৌতূহল জাগানো: পাঠ্যবইয়ের বাইরেও জগৎ সম্পর্কে শিশুদের মধ্যে কৌতূহল ও সম্মানবোধ তৈরি করা।

সমাপনী বক্তব্যে ব্র্যাকের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান বলেন, “বিগত বছরগুলোতে পাসের হার বাড়লেও শিশুদের চিন্তার পরিসর ও দক্ষতা আশানুরূপ বাড়েনি। ব্র্যাক একাডেমি চায় শিশুরা যেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এবং স্বাধীনচেতা হয়ে বেড়ে ওঠে।”

অনুষ্ঠানে ব্র্যাক শিক্ষা কর্মসূচির হেড অব সোশ্যাল এন্টারপ্রাইজ নিভিন রেজা উন্নত বিশ্বের শিক্ষাব্যবস্থার আদলে সাজানো এই একাডেমির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে ফখরুননেসা লিমা ও ইশরাত জাহান তাদের প্রত্যাশার কথা জানান। শেষে শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটির সমাপ্তি ঘটে।

বাণিজ্যিক বিজ্ঞাপন
বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button