রোলেক্স কান্ডে বিমানবন্দরে হয়রানির শিকার রাষ্ট্রপতি কর্তৃক মর্যাদাপূর্ণ ভারতীয় ব্যবসায়ী

কন্ঠস্বর অনলাইন ডেস্কঃ রোলেক্স ঘড়ির জন্য দুবাইয়ের টেক্সটাইল কিং নামে পরিচিত ব্যবসায়ী বাসু শ্রফ ভারতের জয়পুর বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন। ৮৫ বছর বয়সী এই ব্যবসায়ী বলেন, বিমানবন্দরে আমার সঙ্গে একজন অপরাধী এবং চোরাকারবারীর মতো আচরণ করা হয়েছে।
ব্যবসায়ী বাসু শ্রফ বলেন, দুই দিনের সফরে আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মাসহ কয়েকজন ভিআইপির সঙ্গে দেখা করতে এবং একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে জয়পুর যাই। কিন্তু, বিমান থেকে নামার মুহূর্ত থেকেই সফরটি হতাশাজনক হয়ে ওঠে। হুইলচেয়ারে চলাফেরা করা এই ব্যবসায়ী বলেন, বিমান থেকে নামার পর একজন সাহায্যকারী যখন আমার ব্যাগেজসহ হুইলচেয়ারটি ঠেলে নিচ্ছিলেন, তখন হঠাৎ একজন ইমিগ্রেশন কর্মকর্তা তাকে থামিয়ে পাসপোর্ট দেখাতে বলেন।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ব্যবসা ও সমাজসেবায় অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতি কর্তৃক মর্যাদাপূর্ণ ভারতীয় প্রবাসী বাসু শ্রফকে হুইলচেয়ারে বিমানবন্দরে পাঁচ ঘন্টারও বেশি সময় অপেক্ষা করানো হয়।
ব্যবসায়ী বাসু শ্রফ বলেন, জয়পুর বিমানবন্দর থেকে ২০০ কিলোমিটার দূরে একটি মন্দিরে মধ্যরাতের আগে আমাকে পৌঁছাতে হবে। তাই ইমিগ্রেশন কর্মকর্তাকে দ্রুত কাগজপত্র প্রস্তুত করতে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা আমাকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য করেন।
তিনি বলেন, শুধু অপেক্ষাতেই কষ্ট দেয়নি, তাদের আচরণও আমাকে কষ্ট দিয়েছে। তারা আমার সঙ্গে এমন আচরণ করেছে যেন আমি একজন অপরাধী।
তিনি আরও বলেন, দুবাইতে আমার সঙ্গে সবসময় সম্মানের সহিত আচরণ করা হয়েছে। কিন্তু এখানে, আমার নিজের দেশে, এমন আচরণ করা হয়েছে মনে হচ্ছিল আমি কিছু ভুল করেছি।
ব্যবসায়ী বাসু শ্রফ দুবাইয়ের ইন্ডিয়া ক্লাব এবং ইন্ডিয়ান হাই স্কুলের চেয়ারম্যানও।
বাসু শ্রফের আইনজীবী ধর্মেন্দ্র সিং বলেন, ইমিগ্রেশন কর্মকর্তারা বাসু শ্রফের সঙ্গে যে আচরণ করেছে তা কেবল অন্যায্যই নয়, অসম্মানজনক ছিল।
আইনজীবী ধর্মেন্দ্র সিং বলেন, ১৪ এপ্রিল ব্যবসায়ী শ্রফ যখন দুবাই ফিরে আসছিলেন তখন তার সহকারী ঘড়িটি সংগ্রহ করার চেষ্টা করেছিলেন। কিন্তু ইমিগ্রেশন কর্মকর্তারা ১০ হাজার রুপি দাবি করেন, যা অযৌক্তিক। অথচ লকার ফি বাবদ বৈধ চার্জ মাত্র ৩০ রুপি।
সিং বলেন, শ্রফের পরা রোলেক্স ঘড়িটির মূল্য প্রায় ৩৫ লাখ রুপি। ভারতীয় শুল্ক আইন অনুসারে, যথাযথ ঘোষণা ছাড়া দেশে আনা বিলাসবহুল জিনিসপত্রের ওপর প্রায় ৩৮ শতাংশ শুল্ক আরোপ করা যেতে পারে, যা এই ক্ষেত্রে প্রায় ১.৩ মিলিয়ন রুপি হবে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করার পরিবর্তে, বিমানবন্দরের কর্মকর্তারা নগদ মাত্র ১০ হাজার রুপি দাবি করেন, যার কোনো আইনি ভিত্তি নেই।
আইনজীবী ধর্মেন্দ্র সিংকে পাওয়ার অ্যাটর্নি দিয়ে ১৪ এপ্রিল ব্যবসায়ী বাসু শ্রফ রোলেক্স ঘড়ি ছাড়াই দুবাই ফিরে যান। আইনি লড়াই শেষে ১৯ এপ্রিল ঘড়িটি উদ্ধার করে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যান তিনি, সিং বলেন।