অসমে ধৃত বন্দুক তৈরির ম্যানুয়ালসহ বাংলা টিমে’র জঙ্গি
বড় সাফল্য অসম পুলিশের । হাতেনাতে আরও এক জঙ্গিকে গ্রেফতার করল অসম পুলিশের এসটিএফ। ধৃত ব্যক্তির নাম গাজি রহমান বলে জানা যাচ্ছে। সে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমে’র সক্রিয় সদস্য ছিল বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন ধরে বিশেষ এক অভিযান চালাচ্ছে অসম পুলিশের এসটিএফ। সেই অভিযানে ইতিমধ্যে বাংলা এবং কেরল থেকে একাধিক জঙ্গিকে হগ্রেফতার করা হয়েছে।
আর সেই সূত্র ধরেই এবার আরও এক জঙ্গিকে গ্রেফতার করল বিশেষ এই বাহিনী। অসমের কাকরাঝোড় থেকেই গাজি রহমানকে গ্রেফতার করা হয়েছে। ইত্রিমধ্যে জেরা করে আরও সূত্রের খোঁজেই অসম পুলিশের এসটিএফ। এমনকী ‘আনসারুল্লাহ বাংলা টিমে’র জাল কতদূর পর্যন্ত গড়িয়েছে তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
অন্যদিকে বাংলা থেকে ধৃত ‘আনসারুল্লাহ বাংলা টিমে’র দুই জঙ্গিকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, নিষিদ্ধ এই জঙ্গি সংগঠন বাংলায় বড়সড় নাশকতা ঘটানোর ষড়যন্ত্র করেছিল। এমনকি গ্রেনেড হামলা করার জোর সম্ভাবনা ছিল বলেও দাবি। গোয়েন্দা সংস্থাকে কোট করে এমনটাই জানাচ্ছে টিভি ৯ ভারতবর্ষের খবর।
গত কয়েকদিন আগে বিশেষ অভিযানে মুর্শিদাবাদ থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃতদের দফায় দফায় জেরা করা হচ্ছে। সেই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ধৃতদের বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয়। এমনকি ধৃতদের দশ ধরনের আইইডি তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। যার মধ্যে ছিল গ্রেনেডও! শুধু তাই নয়, অভিযুক্তদের কাছ থেকেও একাধিক নথি উদ্ধার করা হয়েছে। সেগুলি ঘেটেও একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।
যা একেবারে চমকে দেওয়ার মতো। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ধৃত জঙ্গিরা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আরপিজি বা রকেট তৈরির কৌশলও শিখছিলেন। শুধু তাই নয়, আট ধরনের বন্দুক তৈরির ম্যানুয়ালও উদ্ধার করা হয়েছে। যা একেবারে চমকে দেওয়ার মতো। আর এর মধ্যেই বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমে’র আরও এক সক্রিয় সদস্য অর্থাৎ জঙ্গিকে গ্রেফতার করা হল। জানা যাচ্ছে, ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং একাধিক নথি পাওয়া গিয়েছে। বর্তমানে নথিগুলি যাচাই করার কাজ চলছে। গত কয়েকদিন ধরে একের পর এক জঙ্গি ধরা পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।