জাতিসংঘ অধিবেশনে স্পেনের প্রধানমন্ত্রীর শান্তি প্রতিষ্ঠার আহ্বান
জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বিশ্বে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানালেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এ তথ্য দিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আরও পড়ুন…৪৭ পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি হলেন
বুধবার (২৫ সেপ্টেম্বর) অধিবেশনের দ্বিতীয় দিন দেয়া ভাষণে গাজায় যুদ্ধবিরতির দাবি তুলেছেন তিনি। পাশাপাশি, বিধ্বস্ত জনপদে নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সানচেজ বলেন, গাজার জনগণের প্রতি স্পেনের সমর্থন অব্যাহত থাকবে। এসময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি ঘটানোর আহ্বানও জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। পাশাপাশি, ইউক্রেনকে নতুন করে ১৪ মিলিয়ন ইউরোর মানবিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
কণ্ঠস্বর/রাজিব