বিশ্বজুড়ে

লেবানন বিপর্যস্ত নিহত আরও ৭২

বুধবারও (২৫ সেপ্টেম্বর) পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৭২ জনের।  ইসরায়েলি হামলা, রক্তপাতে চরম বিপর্যস্ত লেবানন। আহত প্রায় ৪শ’। খবর আল জাজিরার।

আরও পড়ুন…ডিকার্বনাইজেশন এই শতাব্দীর বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে বড় রূপান্তরঃসাইমন স্টিল

এই নিয়ে তেল আবিবের তিন দিনের অভিযানে লেবাননে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬২০। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। বোমার আঘাতে বিধ্বস্ত হয়েছে বেসামরিক স্থাপনা ও বাড়িঘর।

ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর আরও কয়েকশ ঘাঁটিতে হয়েছে হামলা। দেশটির প্রতিরক্ষা বিভাগ আইডিএফ জানিয়েছে, লেবাননে যেকোনো সময় শুরু হবে স্থল অভিযান। চলছে ব্যাপক তোড়জোড়। উত্তরাঞ্চলীয় সীমান্তে পাঠানো হয়েছে আরও দুটি রিজার্ভ ব্রিগেড। জড়ো করেছে ট্যাংক ও অস্ত্র সরঞ্জাম।

চলমান সংঘাত নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের নেতারা। লেবাননে মাত্র তিনদিনে বাস্তুচ্যুত হয়েছে ৯০ হাজার মানুষ। ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে হামলার জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ।

কণ্ঠস্বর/রাজিব

Related Articles