রোমিং নিয়ে হজযাত্রীদের জন্য গ্রামীণফোনের সুখবর

আরিফুর রহমানঃ রোমিং নিয়ে হজযাত্রীদের সুখবর দিল গ্রামীণফোন। এখন থেকে কোনো ক্রেডিট কার্ড ও ডলার ছাড়াই শুধুমাত্র হজ রোমিং প্যাকেজের মাধ্যমেই সব সুবিধা ভোগ করতে পারবেন। সরকারি উদ্যোগের মাধ্যমে এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান করিম।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, যখন একজন গ্রাহক বিদেশে যান তখন তাদের রোমিং করতে হয়। আর এটার সঙ্গে কিছু ঝামেলা রয়েছে। সাধারণভাবে রোমিং করার জন্য ক্রেডিট কার্ড বা ডলার অথবা দুটোরই প্রয়োজন পড়ে। অথবা দেশের বাইরে গিয়ে একটি নতুন সিম কিনতে হয়। পুরো জিনিসটি একটা জটিল প্রক্রিয়া।

তবে এই প্রথমবারের মতো  গ্রামীণফোন গ্রাহকদের এই সমস্যা সমাধানে কাজ করছে। এখন থেকে হজযাত্রীরা নিজের মোবাইল ব্যালেন্স দিয়ে শুধুমাত্র একটি হজের রোমিং প্যাকেজ নিয়ে নিলেই হবে। এই প্যাকেজ নিলে ক্রেডিট কার্ড বা কোনো ডলারের চিন্তা করতে হবে না। মোবাইলের ব্যালেন্স দিয়ে শুধু এই প্যাকেজটি কিনবেন সৌদি আরবে গিয়ে। তাহলেই এটি কাজ করবে। আর এই প্যাকেজগুলো সৌদি আরবের লোকাল প্যাকেজের চেয়েও সম্তা।

তিনি আশা ব্যক্ত করে বলেন, অন্যান্য সব রোমিং যেমন আমাদের স্টুডেন্টরা যখন বাইরে যান, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যখন বাইরে যান; তারা যে ঝামেলার সম্মুখীন হন সেটাও সরকার উদ্যোগ নিয়ে সব সমস্যার সমাধান করে দেবেন বলে আশা করছি। আমরা এই বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে কাজ করছি। আশা করছি সেই সুসংবাদ শিগগিরই আসবে।

আরও পড়ুন: