কমলনগরে সাংবাদিক স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার পুরস্কার বিতরণ।

কমলনগর প্রেসক্লাবের আয়োজনে ২৪ দলে অংশগ্রহণ করে উক্ত খেলায়।

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি-লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাব আয়োজিত এনটিভির সাবেক যুগ্ম প্রধান বার্তা সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ হয়েছে।

আরও পড়ুন:

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত উপজেলার হাজিহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। পরে তোরাবগঞ্জ ফয়সাল স্পোর্টসকে চ্যাম্পিয়ন ট্রফি ও হাজিরহাট দেলোয়ার স্টোর দলের খেলোয়ারদের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেওয়া হয়।

কমলনগর প্রেস ক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) রকিবুল হাসান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম, হাজিরহাট উপকূল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার, পল্লী নিউজ সম্পাদক ওয়াজি উল্যাহ জুয়েল, কমলনগর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের মিয়া, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী ও উপজেলা জামায়াতের আমীর আবুল খায়ের। কমলনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফয়েজের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো শাহিন রানা, ইসলামী ব্যাংক লাকসাম শাখার ম্যানেজার মো. সানা উল্যাহ, কমলনগর রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব,  বন কর্মকর্তা কামরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মাসুদ পারভেজ, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজুর রহমান প্রমুখ।

জানা যায়, জনপ্রিয় বেসরকারি টেলভিশন চ্যানেল এনটিভির সাবেক যুগ্ম প্রধান বার্তা সম্পাদক কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। দেশের সাংবাদিকতায় তার অনেক অবদান ছিল। তিনি কমলনগরের কৃতি সন্তান হওয়ায় তার স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে কমলনগর প্রেসক্লাব। ১০ ডিসেম্বর খেলা শুরু হয়। এতে ২৪ দল অংশগ্রহণ করে। প্রতিটি খেলায় দর্শকের উপস্থিতিতে মাঠ পরিপূর্ণ ছিল। ফাইনাল ম্যাচে তোরাবগঞ্জ ফয়সাল স্পোর্টস ক্লাব ৩ ম্যাচ জিতে হাজিরহাট দেলোয়ার স্টোরকে হারিয়ে চ্যাম্পিয়ন।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ আগস্ট রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক আবদুস শহিদ মারা যান।

আরও পড়ুন: