৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে জাতীয় লিগের খেলা
লম্বা সময় পর হতে যাচ্ছে জাতীয় লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসর। তবে এবার বেশ জমজমাট করেই টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আসন্ন এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন শেষ হয়েছে। ইতিমধ্যে প্রতি দিনের টিকিটেরও মূল্য নির্ধারণ শেষ করেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটের মূল্য নির্ধারণের তথ্য জানায় বিসিবি।
বিসিবির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিএলের প্রত্যক দিনের খেলার জন্য সর্বোচ্চ ৩০০ ও সর্বনিম্ন ৫০ টাকায় মিলবে টিকিট। প্রত্যেক দিনের টিকিটই সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গেট থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মিলবে এই টিকিট। মোট তিন ধরনের টিকিটের মধ্যে থাকছে ১০০টাকারও টিকেট।
এনসিএলের টি-টোয়েন্টি হবে পুরোপুরি দেশের ক্রিকেটারদের নিয়ে। ৭ বিভাগীয় দল ও ঢাকা মেট্রো মিলিয়ে টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ।
গ্র্যান্ড স্ট্যান্ড- ৩০০ টাকা,ক্লাব হাউজ- ১০০ টাকা,গ্যালারি- ৫০ টাকা।
গ্র্যান্ড স্ট্যান্ড- ৩০০ টাকা,ক্লাব হাউজ- ১০০ টাকা,গ্যালারি- ৫০ টাকা।