মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়াম যেন যুদ্ধক্ষেত্র
দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে সরে গেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। শঙ্কা আছে ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও। এই সিরিজকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বাংলাদেশে এসেছেন দেশটির তিন জন প্রতিনিধি দল। তাদের শঙ্কা দূর করতে কাজ করছে বিসিবি।
রোববার (২২ সেপ্টেম্বর) মিরপুর স্টেডিয়ামে বিশেষ মহড়া দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মূলত, দক্ষিণ আফ্রিকাকে নিরাপত্তা নিয়ে চিন্তা মুক্ত রাখতেই এই মহড়া দিয়েছে সেনাবাহিনী।
এদিন দুপুর বারোটার কিছুক্ষণ পর স্টেডিয়াম এলাকায় আকাশে দেখা গেছে সেনা হেলিকপ্টার উড়তে। মাঠেও সশস্ত্র মহড়া চালানো হয়েছে। বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়াম যেন যুদ্ধক্ষেত্র। মাঠকর্মীদের নিয়ে উদ্ধার করার অনুশীলনও করেন সেনাবাহিনী।
আরও পড়ুন…. বাংলাদেশিদের উল্টো করে ঝোলাব: অমিত শাহ
চেন্নাই টেস্ট থেকে যে ইতিবাচক দিক খুঁজে পেলেন শান্তজানা গেছে, আজ (রোববার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঘুরে দেখবেন দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল। এরপর আগামীকাল পরিদর্শন করবে শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম। তার আগেই নিজেদের প্রস্তুতি সেরেছে সেনাবাহিনী।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। এক দিনের বিশ্রাম শেষে প্রোটিয়ারা অনুশীলন করবে ১৮,১৯ ও ২০ অক্টোবর। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে, শুরু ২৯ অক্টোবর।
কণ্ঠস্বরঃ জে ডি সি