রাঙামাটিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে রাবিপ্রবি শিক্ষার্থীদের মতবিনিময়

রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙামাটিতে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

” শিক্ষার্থীর চোখে ছাত্র রাজনীতি ও বাংলাদেশ”  এই প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে  রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে আগত, বাংলাদেশ জাতীয়তা বাদী ছাত্র দলের নেতৃবৃন্দরা শিক্ষার্থীদের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১দফা দাবি তুলে ধরেন। ৩১দফা তুলে ধরে তারা বলেন, এই ৩১ দফা দেশ ও জাতীর  কল্যাণে দেয়া হয়েছে। বিগত স্বৈরাচার সরকার দেশ পরিচালনা করার সময় দেশের জনগণ শান্তিতে ছিলো না।  স্বাধীন ভাবে মতপ্রকাশ করতে পারেনি।  এমনকি দেশের স্বাধীন গণমাধ্যমকে গলা টিপে ধরে ছিলো।  গণমাধ্যম  কর্মীদের  স্বাধীন ভাবে কাজ করতে দেয়া হয়নি।

এসময়  উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সহ সভাপতি মো. কাজী জিয়া উদ্দিন বাসেত,  যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ,রাজু আহামেদ,  রাঙামাটি জেলা ছাত্র দলে সভাপতি মো. সাব্বির আহামেদ সহ অন্যান্যে নেতৃবৃন্দরা।

মতবিনিময় সভা শুরুতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বেশ কিছু গাছ রোপণ করা হয়।

আরও পড়ুন: