কমলনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল।
সোমবার (২৮ অক্টোবর) বাদ মাগরিব বিক্ষোভ মিছিলটি হাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের সড়ক প্রদক্ষিণ করে কাপড় গলিতে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং উপজেলা আমির মাওলানা নুর উদ্দিন মাহমুদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
-
কমলনগরে মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত২৩/১২/২০২৪
-
বিএনপি ও সমমনারা পঁচিশেই নির্বাচন চায়২২/১২/২০২৪
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন। সেদিন ঢাকার পল্টনসহ সারা দেশে ঘটেছিল ইতিহাসের সবচেয়ে ন্যক্কারজনক মানবতাবিরোধী ও নৃশংস ঘটনা।
সেই জঘন্য নৃশংস গণহত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও ঘাতকদের বিচারের দাবিতে হত্যা মামলা করা হয়েছিল; কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার সেই ঘটনার তদন্ত করে আসামিদের গ্রেফতার ও বিচারের কোনো পদক্ষেপে গ্রহণ করেনি।
বক্তারা আরো বলেন, মানবতাবিরোধী অপরাধের জন্য আপনারা যে ট্রাইব্যুনাল গঠন করে বিনা অপরাধে জামায়াতের শীর্ষ নেতাদের শহিদ করেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই ট্রাইব্যুনালেই ২৮ অক্টোবরের ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের সম্মুখীন করতে হবে। এছাড়া লগি-বৈঠার নির্দেশদাতা হিসেবে খুনি হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য দাবি জানান তারা।