ভারসাম্য রক্ষায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনার কয়রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টায় কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ে ফলজ ও ঔষধি গাছ রোপণের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্ল্যাহ সবুজের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চলনায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা আবুল বাশার ডাবলু মঞ্জুর মোর্শেদ, যুবদল নেতা ইছানুর রহমান, আকবর হোসেন, আনারুল ইসলাম (ডাবলু), মাসুদুর রহমান, দেলোয়ার হোসেন, ছাত্রনেতা ইমরান হোসেন, মাশরাফি মেহেদী হাসান, মিনারুল ইসলাম অয়েজ কুরুনী, আরিফুল ইসলাম, মাহমুদুল হাসান, জাহাঙ্গীর, মিলন, আশিকুজ্জামান, আ. সালাম প্রমুখ।

ছাত্রদলের সভাপতি আরিফ বিল্ল্যাহ সবুজ বলেন, পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। সেই সঙ্গে মানুষের বসবাস কঠিন হয়ে পড়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হলে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছ আমাদের পরম বন্ধু। সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের ফাঁকা জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করার আহ্বান করেন তিনি।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাসান বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও আধুনিক বাংলাদেশ গড়ার বিনির্মাণে বৃক্ষরোপণের বিকল্প নেই। এটি একটি মহৎ কাজ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে এবং তা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: