নারায়ণগঞ্জে হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল, অভিযুক্ত শেখ হাসিনা ও ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জে গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত দুটি হত্যার মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই মামলার একটি ক্ষেত্রে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে অভিযুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানার অটোরিকশাচালক আবদুল লতিফ হত্যাকাণ্ডের মামলায় পিবিআইয়ের পরিদর্শক মো. আলমগীর হোসাইন এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার হোসিয়ারি শ্রমিক রাসেল হত্যাকাণ্ডের মামলায় পরিদর্শক মাহবুবুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পুলিশ সূত্র জানায়, আবদুল লতিফ হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ মোট ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। আর রাসেল হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমানসহ মোট ৩৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

২০২৪ সালের ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে গুলিবিদ্ধ করে অটোরিকশাচালক আবদুল লতিফকে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা নেজাব উদ্দিন ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন।

অপরদিকে ২০২৩ সালের ১৯ জুলাই শহরের দেওভোগ মার্কেটের সামনে হেঁটে যাওয়ার সময় বুকে গুলিবিদ্ধ হয়ে হোসিয়ারি শ্রমিক রাসেল নিহত হন। তাঁর বাবা পিন্টু রহমান ১৫ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান অভিযোগপত্র দাখিলের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: