তরুণদের কণ্ঠস্বর জোরদারে ‘যুব কণ্ঠ প্রক্রিয়া’ চালু
কণ্ঠস্বর.কম | নিজস্ব প্রতিবেদক | ২১ আগস্ট ২০২৫

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ যৌথভাবে ‘যুব কণ্ঠ প্রক্রিয়া (Youth Voice Mechanism-YVM)’ চালুর নকশা পর্যায় উদ্বোধন করেছে। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মতামত নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার পথ সুগম হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতিসংঘ তথ্য কেন্দ্র ঢাকা থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের যুবও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতিসংঘ যৌথভাবে ‘যুব কণ্ঠ চালুর নকশা উদ্বোধন করার বার্তা প্রেরণ করেন।
সরকারি তথ্য অনুযায়ী, প্রান্তিক, গ্রামীণ ও উপেক্ষিত সম্প্রদায়ের তরুণদেরও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হবে। অনলাইন প্ল্যাটফর্ম, আঞ্চলিক কর্মশালা, জরিপ ও গবেষণার মাধ্যমে তাদের মতামত সংগ্রহ করা হবে।
আরও পড়ুন…কমলনগরে যুব দিবসে জামায়াতের বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (a.i.) রানা ফ্লাওয়ার্স বলেন, “বাংলাদেশ যখন রূপান্তরের পথে, তখন যুব কণ্ঠ প্রক্রিয়া তরুণদের জন্য ন্যায়বিচার, সমতা ও ভবিষ্যৎ নিয়ে মতামত প্রকাশের হাতিয়ার হবে।”
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম জানান, “এই উদ্যোগ তরুণদের চাহিদা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত করে নীতি ও কর্মসূচি প্রণয়নে সহায়তা করবে।প্রকল্প বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটি সচিবালয় গঠন করা হবে। আদিবাসী যুব, নারী, প্রতিবন্ধী, জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নানা গোষ্ঠীর তরুণদের বিশেষভাবে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।