অর্থনৈতিক স্বাবলম্বি হতে বীমা পেশা গুরুত্বপূর্ণ- সিও জালালুল আজিম
আইপিএল-গন্ধরাজ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে

মো. ফয়েজ, কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোহাম্মদ জালালুল আজিম বলেছেন, দেশের অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনতে বীমার গুরুত্ব অপরিসীম। বীমা খাত শুধু ব্যক্তি পর্যায়ে আর্থিক সুরক্ষা দেয় না, বরং সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতেও ভূমিকা রাখে।” লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় প্রগতি লাইফ ইন্সুরেন্স কমলনগর শাখা আয়োজিত আইপিএল-গন্ধরাজ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) পালকি চাইনিজ রেস্টুরেন্টে এ উদ্বোধন অনুষ্ঠান হয় ।
এসময় তিনি আরও বলেন, বীমা খাতকে আরও কার্যকর করতে হলে মাঠপর্যায়ে কর্মীদের সততার সঙ্গে কাজ করতে হবে। সাধারণ মানুষের মধ্যে বীমার গুরুত্ব ও সুবিধা তুলে ধরতে পারলেই এ খাতের সম্প্রসারণ ঘটবে। আইপিএল -গন্ধরাজ প্রকল্প প্রধান মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকল্প প্রধান আইপিএল বেলি মো. বেলাল হোসেন ভূঁইয়া, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কমলনগর সার্ভিস সেন্টার জিএম মো. জহির উদ্দিন।
সেমিনারে অন্যান্য বক্তারা ব্যবসায়িক সফলতা অর্জনে বীমার ভূমিকা, সেবার মান বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের নানা দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে কমলনগর অঞ্চলের বীমা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কমলনগর/লক্ষ্মীপুর