মুক্তির বিনিময়ে দেশি জেলেদের ফেরাচ্ছে সরকার
৯০ বাংলাদেশি জেলের মুক্তির বিনিময়ে সকল ভারতীয় জেলেকে মুক্তি
বাংলাদেশের কারাগারে আটক ৯৫ জন ভারতীয় জেলেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ভারতে আটক ৯০ বাংলাদেশি জেলের মুক্তির বিনিময়ে এই সকল ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হবে।
দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করে জানিয়েছে, গত অক্টোবরে বাংলাদেশের জলসীমা অতিক্রম করার অভিযোগে আটক হওয়া ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী, যাদের বেশিরভাগই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা, অবশেষে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করেছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ভারতও প্রায় ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরত পাঠাতে সম্মত হয়েছে, যাদের ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে আটক করা হয়েছিল।
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপসচিব সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, গত ২৬ ডিসেম্বর জারি করা একটি আদেশের ভিত্তিতে সরকার ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীর বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার এবং তারা যে ছয়টি ট্রলার নিয়ে এসেছিলেন সেগুলো মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে, উভয় দেশই আটককৃত মৎস্যজীবীদের প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করেছে। অক্টোবর মাসে প্রথমে বাগেরহাট জেলায় চারটি ট্রলারে ৬৪ জন এবং তার আগে পটুয়াখালী জেলায় আরও দুটি ট্রলারে ৩১ জন মৎস্যজীবীকে আটক করা হয়। তাদের সবাই বাংলাদেশি কারাগারে রয়েছেন।
ভারতের কোস্ট গার্ড জানিয়েছে, তারা বঙ্গোপসাগরে একটি বিনিময় প্রক্রিয়ার প্রত্যাশা করছে। এর মাধ্যমে উভয় দেশের মৎস্যজীবীরা নিজ নিজ দেশে ফিরতে পারবেন এবং আটককৃত ট্রলারগুলোও মুক্তি পাবে।
বাংলাদেশ সরকার আটক ভারতীয় মৎস্যজীবীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার পরিপ্রেক্ষিতে, ভারত সরকারও একই অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড হাতে আটক বাংলাদেশিদের মৎস্যজীবীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
ভারতের কোস্ট গার্ড ৯ ডিসেম্বর উড়িশ্যার পারাদ্বীপের কাছে ভারতীয় জলসীমায় প্রবেশ করার জন্য ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে। এর আগে, পশ্চিমবঙ্গের সুন্দরবনে ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয়েছিল।