ড. ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ ভোর ৫টায় বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

জানা গেছে, ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করবেন ড. ইউনূস। এবারের জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন ৫৭ জন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ প্রতিনিধি দলের একাংশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বাকিরা যাচ্ছেন আজ।

আরও পড়ুনঃ মণিপুরের ক্ষত দূর করা না হলে উত্তর-পূর্বাঞ্চলে এর বড় প্রভাব

জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হবে। সেখানে বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে সহায়তা চাওয়া হতে পারে বলে জানা গেছে। জো বাইডেনের কাছে দেশের বিভিন্ন খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের নেয়া নানা পদক্ষেপের বিষয়েও সহযোগিতা চাইতে পারেন ড. ইউনূস।

কণ্ঠস্বর/রাজিব

আরও পড়ুন: