সিটি করপোরেশনের কাউন্সিলরদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: উপদেষ্টা
ঢাকা: সিটি করপোরেশনগুলোর মেয়রদের অপসারণ করা হলেও কাউন্সিলরদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
সোমবার (১৯ আগস্ট) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। কাউন্সিলরদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। প্রশাসক থাকলে কাউন্সিলররা দায়িত্ব পালন করবে কি করবে না, সেটা এখন তাদের ব্যাপার। মূল হচ্ছে মেয়র, চেয়ারম্যানের জায়গায় প্রশাসক দায়িত্ব পালন করবেন।
কেন তাদের অপসারণ করা হলো জানতে চাইলে উপদেষ্টা বলেন, এরা কিন্তু সংসদের প্রতিনিধি। গ্রাম পর্যায় পর্যন্ত তারা প্রতিনিধিত্ব করে। ছাত্র ও জনতা যে কারণে আন্দোলন করেছে সেটির একটি ধারাবাহিক প্রকাশ এটি। উপস্থিত অনুপস্থিত বড় ফ্যাক্টর না। দুই চারজন তো উপস্থিত আছেন। এসব অপসারণ আন্দোলনের প্রত্যাশার প্রতিফলন বলেও জানান তিনি।
হাসান আরিফ বলেন, আমরা ধারাবাহিকভাবে যাব। এটি মার মার কাট কাটের কোনো ব্যাপার না। এটি হলো পুরো লোকাল গভর্নমেন্টকে পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা। যেটা প্রত্যেকের প্রত্যাশা। আন্দোলন ছিল সিস্টেমের বিরুদ্ধে। সে সিস্টেম গ্রাম পর্যন্ত স্থানীয় সরকারের মাধ্যমে পরিচালিত।
এর আগে সকালে ১২ সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
অপসারণের প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের এসব সিটি করপোরেশনের মেয়রদেরকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।
দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মহ. শের আলীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকে চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনার বিভাগীয় কমিশনারকে খুলনা সিটি করপোরেশন, রাজশাহীর বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি করপোরেশন, সিলেটের বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি করপোরেশন, বরিশাল বিভাগীয় কমিশনারকে বরিশাল সিটি করপোরেশন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ, এইচ, এম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মহাপরিচালককে (অতিরিক্ত সচিব) কুমিল্লা সিটি করপোরেশন, রংপুরের বিভাগীয় কমিশনারকে রংপুর সিটি করপোরেশন, গাজীপুরের বিভাগীয় কমিশনারকে গাজীপুর সিটি করপোরেশন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাকে সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪