মতিঝিলে জাতীয় গণ ফ্রন্টের পথসভা: ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের দৃপ্ত আহ্বান
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিল এলাকায় জনতা ভবনের সামনে আজ রবিবার বিকেল ৫টায় জাতীয় গণ ফ্রন্টের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ পথসভা অনুষ্ঠিত হয়। সভাটির মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে একটি গণভিত্তিক আন্দোলনের ডাক দেওয়া।
পথসভা পরিচালনা করেন জাতীয় গণ ফ্রন্টের সদস্য ও শ্রমিক নেতা কামরুজ্জামান ফিরোজ। এতে বক্তব্য রাখেন কে এম দেলোয়ার হোসেন, তৈমুর খান অপু, অনিন্দ্য আরিফ, নন্দ কুমার বাশফোরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের প্রতিরোধে বিদায় নিলেও, ফ্যাসিবাদ সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থার প্রতিটি স্তরে আজও প্রভাব বিস্তার করে আছে।
তারা অভিযোগ করেন, বর্তমান ব্যবস্থায় শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা একটি গভীর সংকটের ইঙ্গিত দেয়।
আরও পড়ুন…রাঙ্গাবালীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
নেতৃবৃন্দ বলেন, “শুধু সরকার পরিবর্তন যথেষ্ট নয়—রাষ্ট্রব্যবস্থায় গেঁথে থাকা ফ্যাসিবাদী রূপগুলোকে উৎখাত করতে শ্রমিক শ্রেণির নেতৃত্বে একটি বিপ্লবী গণঅভ্যুত্থান গড়ে তুলতে হবে।” তারা এই অভ্যুত্থানকে গণতন্ত্র, সমতা ও শোষণমুক্ত সমাজ নির্মাণের একমাত্র পথ হিসেবে অভিহিত করেন।
বক্তারা আরও বলেন, “সংসদীয় ছলচাতুরি, আমলাতান্ত্রিক দমননীতি এবং কর্পোরেট স্বার্থের দাসত্ব থেকে মুক্তি পেতে হলে শ্রমিক, কৃষক, ছাত্র-তরুণ সমাজসহ সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।
সভা শেষে উপস্থিত কর্মীদের মাঝে বিপ্লবী লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং ভবিষ্যতে আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।