দেশব্যাপী সাম্প্রদায়িক আস্ফালনে জাতীয় গণফ্রন্টের নিন্দা জ্ঞাপন
চট্টগ্রামে আইনজীবী হত্যা,দেশব্যাপী সম্প্রদায়িক নৈরাজ্যকর পরিস্থিতিতে জাতীয় গণফ্রন্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
একজন হিন্দু নেতাকে গ্রেফতার ও জামিন না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে একজন আইনজীবীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা অত্যান্ত নিন্দনীয়। এত আত্মদানের পর আবারও পতিত ফ্যাসিষ্ট শাসনের ন্যায় দেশব্যাপী নৈরাজ্যজনক ঘটনা সাধারণত মানুষকে শঙ্কিত করে তুলছে।
এত আত্মদানের পর আবারও পতিত ফ্যাসিষ্ট শাসনের ন্যায় দেশব্যাপী নৈরাজ্যজনক ঘটনা সাধারণত মানুষকে শঙ্কিত করে তুলছে। বিক্ষোভের নামে নৈরাজ্য, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার গ্রাফিতিতে কালি লেপন, ভাস্কর্য, মাজার-মন্দির ভাংচুরসহ সম্প্রতি ধারাবাহিক ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মধ্যে হামলার ঘটনা ঘটছে। যা গণ-অভ্যুত্থানের আকাঙ্খার সাথে মোটেই সংগতিপূর্ণ নয়। অন্যদিকে অন্তর্বতী সরকার এই সমস্ত নৈরাজ্য সামাল দিতে চরম হতাশাজনক ভাবে ব্যার্থতার পরিচয় দিচ্ছে।
দেশের এমন নাজুক পরিস্থিতিতে দেশব্যাপী ধর্মীয় সংগঠনগুলোর সাম্প্রদায়িক আস্ফালনে জাতীয় গণফ্রন্ট নিন্দা জ্ঞাপন করেছেন।