জাপানে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক (জাপান)

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জাপান শাখার উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা শীর্ষক আলোচনা সভা এবং জাপান স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে।

১১ মে রবিবারে জাপানের টোকিও শহরের ‘ওজি হোকতোপিয়া’ হলে এ আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জিলানী।  প্রধান বক্তা হিসেবে ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাছির উদ্দিন আহমদ শাহীন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন, আসলাম ফকির লিটন ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি। আরো উপস্থিত ছিলেন জাপান বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি এসএম জিলানী তার বক্তব্যে বলেন, আমরা বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়েছি, আমাদের আন্দোলন ছিলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন, যেখানে বাংলাদেশের সকল দল অংশ নিবে যে যাকে খুশী ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচন করবেন, বিএনপি গণতান্ত্রিক দল গনতন্ত্রে বিশ্বাস করে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর রাষ্ট্র মেরামতে আমাদের যে ৩১ দফা দিয়েছেন আমরা তা বাস্তবায়নের লক্ষে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে কাজ করছি।

এসময় অনুষ্ঠান হল স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন জাপান স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা।

আরও পড়ুন: