নারায়ণগঞ্জে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিনিয়োগকারীরা

কন্ঠস্বর অনলাইন ডেস্কঃ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীদের একটি দল।

চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তারা সেখানে পরিদর্শনে যান।

পরিদর্শনকালে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এর আগে সম্মেলনের প্রথম দিন সোমবার (৭ এপ্রিল) ৭০ জন বিনিয়োগকারীর একটি দল বিশেষ ফ্লাইটে চট্টগ্রামে যান। সেখানে তারা মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন।

আরও পড়ুন: