‎কমলনগরে যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপ্রাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উৎযাপন উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
‎১২ আগষ্ট ( মঙ্গলবার) সকাল ৯টায় উপজেলা পরিষদে মাঠে র‍্যালি শেষ করে উপজেলা ‘স্পন্দন’ কক্ষে যুব প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মো. রাহাত উজ জামান।  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রান্তিক সাহার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসাইন।

‎আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ আজমল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস, উপজেলা আইসিটি কর্মকর্তা শাকিল আহমেদ, কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ফয়েজ, কমলনগর ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনসহ উপজেলা বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীল যুবরা উপস্থিত ছিলেন।

‎এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান বলেন, এই সমাজ পরিবর্তনে যুবদের দায়িত্ব সর্বোচ্চ।  আমাদের দেশ এগিয়ে নিতে যুবদের কর্মমুখী ভাবনার বিকল্প নাই। তবেই দেশ ও জাতি এগিয়ে যেতে পারবে।

আরও পড়ুন: