ডিবির জালে ৪১ মামলার আসামি গ্রেফতার

আরিফুর রহমানঃ যশোর জেলার ৪১ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি দেলোয়ার হাসানকে (৪৫) গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে ২৫ মামলায় সাজা প্রাপ্ত থাকার পাশাপাশি অর্থ প্রতারণার অভিযোগও রয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি টিম গাজীপুরে অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেপ্তার করে।
আটক দেলোয়ার দীর্ঘদিন ধরে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় তুহিন নাম ধারণ করে আত্মগোপনে ছিলেন। তিনি গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত অবস্থায় বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ প্রতারণা করতেন। যার কারণে ২০১৩ সালে তিনি চাকরিচ্যুত হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার তার প্রতারণামূলক কার্যক্রমের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে গাজীপুর ও যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে অর্থ প্রতারণার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত দেলোয়ার হাসানকে শুক্রবার (১১ এপ্রিল) আদালতে প্রেরণ করা হবে।