টিসিবির পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণ

কুড়িগ্রামের রাজারহাটে টিসিবির পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে।

সম্প্রতি সকাল থেকে রাজারহাট ইউনিয়ন পরিষদ মাঠে টিসিবির পণ্য হিসেবে পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণ করা হয়।

জানা গেছে, টিসিবির নিয়মিত পণ্য বিতরণের অংশ হিসেবে চারজন ডিলার সমন্বিতভাবে পণ্য বিতরণ শুরু করেন। রাজারহাট ইউনিয়ন পরিষদ মাঠে বিতরণের শুরু থেকে পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণ করা হয়। একপর্যায়ে বিষয়টি ছড়িয়ে পড়লে ভিড় জমায় সুবিধাভোগী ও পথচারীরা। তারা নিম্নমানের চাল বিতরণের প্রতিবাদ জানাতে থাকেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

টিসিবির সুবিধাভোগী জাহাঙ্গীর আলম বলেন, এই চাল খাওয়ার অনুপযোগী। হাঁস মুরগিকে খাওয়ানো ছাড়া মানুষ খাওয়া যাবে না।

সুবিধাভোগী রেজাউল ইসলাম বলেন, পচা দুর্গন্ধযুক্ত এবং পোকা ধরা খাওয়ার অনুপযোগী চাল বিতরণ করা হয়েছে। আমরা জড়িতদের বিচার চাই। ডিলার হরিশ্চন্দ্র বলেন, গুদাম থেকে যেভাবে পেয়েছি আমরা ওভাবে দিয়েছি।

ডিলার সেকেন্দার আলী বাবলু বলেন, ওসিএলএসডি এসেছিলেন। যে কয়েক বস্তা খারাপ চাল পাওয়া গেছে সেগুলো আলাদা করা হয়েছে।

ট্যাগ অফিসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে খারাপ চাল দেওয়া বন্ধ করেছি।

ওসি এলএসডি হুমায়ুন কবীর বলেন, পোকামাকড় তাড়ানোর জন্য যে স্প্রে করা হয় তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এ রকম হয়ে থাকতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, বিষয়টি তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।
সংকলনেঃ রাশেদুর

আরও পড়ুন: